DIY Face Cream -২টি শীতের ক্রিম তৈরির নিয়ম
হ্যালো বন্ধুরা সবাইকে সুমা হেলথ কেয়ার এ স্বাগতম! আজকে আপনারা যে বা যারা আমার শীতকালীন সময়ের শুষ্ক ত্বকের জন্য ঘরে তৈরি ২টি ক্রিম বানানোর নিয়ম দেখতে এসেছেন তাদের সবাইকে জানাই আসসালামু আলাইকুম। আশা করি আজকের এই হোমমেড DIY Face Cream -২টি শীতের ক্রিম তৈরির নিয়ম আপনাদের উপকার করতে পারে ইনশাআল্লাহ।
শিরোনাম :DIY Face Cream -২টি শীতের ক্রিম তৈরির নিয়ম।
ভূমিকা :
শীতকালে শুষ্ক ত্বকের জন্য আমাদের চেহারাকে সুন্দর, মসৃণ, দাগমুক্ত করতে নিজের ঘরের তৈরি ক্রিম কাজে দিতে পারে বাজারের ভেজাল যুক্ত ক্রিমগুলো থেকে।তাই আজ আপনাদের সাথে এরকম হোমমেড দিন এবং রাতে ব্যবহারের DIY Face Cream -২টি শীতের ক্রিম তৈরির নিয়ম শেয়ার করবো।
শীতের ডে ক্রিম তৈরির উপকরন :(অয়েলি,কমবিনেশন,সফট ও কম ড্রাই ফেসের জন্য)
- ১০-১২ টি জাফরান,
- বড় ২চামচ অ্যালোভেরা জেল,
- ১চামচ গোলাপ জল,
- ১-২টি ভিটামিন ই-ক্যাপসুল
শীতের ডে ক্রিম তৈরির নিয়ম :(অয়েলি,কমবিনেশন,সফট ও কম ড্রাই ফেসের জন্য)
- প্রথমে ১টি সসপ্যান চুলায় বসিয়ে নিয়ে দুটুকরো কাগজ বসিয়ে দিয়ে সেখানে ১০-১২ টি জাফরান হালকা উষ্ণ গরম করে নিতে হবে ১মিনিট । তারপর চুলা থেকে নামিয়ে ১০-১২ টি জাফরান, বড় ২চামচ অ্যালোভেরা জেল,১চামচ গোলাপ জল, ১-২টি ভিটামিন ই-ক্যাপসুল এইসবগুলো উপাদান একসাথে ভালো করে মিশিয়ে নিন। এভাবে দিনে ব্যবহার করার একটি ডে ক্রিম তৈরি হয়ে যাবে।এরপর এই ডে ক্রিমটি একটি কাচের জার এ সংরক্ষণ করে প্রতিদিন দিনে ব্যবহার করুন।
শীতের নাইট ক্রিম তৈরির উপকরন :(অয়েলি,কমবিনেশন,সফট ও বেশি ড্রাই স্কিনের জন্য)
- ১চামচ অ্যালমন্ড অয়েল,
- ২ভিটামিন-ই ক্যাপসুল,
- ১চামচ গ্লিসারিন,
- ১০-১২ টি জাফরান,
- এক চিমটি হলুদের গুড়ো,
- ২চামচ অ্যালোভেরা জেল,
- ১চামচ রোজ ওয়াটার।
শীতের নাইট ক্রিম তৈরির নিয়ম :(অয়েলি,কমবিনেশন,সফট ও বেশি ড্রাই স্কিনের জন্য)
- প্রথমে ১টি সসপ্যান চুলায় বসিয়ে নিয়ে দুটুকরো কাগজ বসিয়ে দিয়ে সেখানে ১০-১২ টি জাফরান হালকা উষ্ণ গরম করে নিতে হবে ১মিনিট । তারপর চুলা থেকে নামিয়ে ১০-১২ টি জাফরান, ২ভিটামিন-ই ক্যাপসুল,১চামচ গ্লিসারিন,এক চিমটি হলুদের গুড়ো, ২চামচ অ্যালোভেরা জেল,১চামচ রোজ ওয়াটার এসবগুলো উপাদান একসাথে মিশিয়ে ভালো করে নেড়ে ক্রিমের মতো পেস্ট তৈরি করে নিতে হবে। আর এভাবে আপনারা রাতের ক্রিম তৈরি করে নিতে পারেন।এরপর এই ডে ক্রিমটি একটি কাচের জার এ সংরক্ষণ করে প্রতিদিন রাতে ব্যবহার করুন।
DIY Face Cream -২টি শীতের ক্রিম তৈরির শেষ কথা :
আপনারা সবাই উপরিউক্ত নিয়মগুলো অনুসরণ করুন এবং নিজের ঘরে নিজের পছন্দের শীতের ডে এবং রাতের ক্রিমটি তৈরি করতে পারেন । ইনশাআল্লাহ আপনারা নিজেরাই ব্যবহার করে দেখতে পারেন এই ক্রিম ২টি আপনার ত্বকের জন্য স্যুট করবে কিনা!
শিক্ষামূলক ব্লগ বিডির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url